ওষুধ নিয়ে মানুষের মাঝে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা
by osudpotro | Dec 11, 2022 05:30 am
আমরা আমাদের প্রতিদিনের জীবনে কম বেশী সবাই বিভিন্ন ওষুধ সেবন করে থাকি। বিভিন্ন সময় ওষুধ বা মেডিকেল সাইন্স নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল বা ভ্রান্ত ধারণার সম্মুখীন হয়ে থাকে অনেকে।
ঠিক এমন কিছু ভ্রান্ত ধারণা নিচে দেওয়া হলঃ
- রিপোর্ট তো নরমাল, শুধু শুধু টাকাটাই নষ্ট করলাম।
- ডাক্তারের ভিজিট ১০০০ টাকা আর ওষুধ লিখেছে ২০০ টাকার, ডাক্তারই ভালো না।
- আহা! আজ দুপুরে কোনো ওষুধ নেই!!!
- এতো ছোট ওষুধ কাজ করবে কিভাবে?
- আহা! গ্যাসের ওষুধ তো খাওয়া হল না, ভাত মুখে দেওয়ার আগে খেয়ে নেই।
- সিনকারা খাচ্ছেন? খান যত খাবেন তত রক্ত বাড়বে।
- আমি বলার আগেই ডাক্তার সব বুঝে ফেললো? ডাক্তারই ভালো না।
- এই ডাক্তারের ভিজিট অনেক কম, মনে হয় কিছুই জানে না।
- একবার ওষুধ খাওয়া শুরু করলে সারা জীবন ধরেই সেই ওষুধ আমাকে খেতে হবে।
- ওষুধ খাওয়া মাত্রই বা ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আগের থেকে সুস্থ বোধ করব।
- যদি শুরুতে কোনও একটা ওষুধ ঠিকঠাক কাজ না করে তখন অন্য ওষুধও কাজ করবে না।
- মনোরোগের ওষুধ খাওয়ার মানে হল আমি গুরুতর অসুস্থ এবং আমি কোনওদিন আর সুস্থ হব না।
- যখনই সুস্থ বোধ করব তখনই আমি ওষুধ খাওয়া বন্ধ করতে পারব।
- ডোজ বাড়িয়ে দিলে ওষুধ তাড়াতাড়ি কাজ করবে।
- ওষুধ ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভাল থাকবে।
- ওষুধ খাওয়ার পর বমি করলে আবার নতুন করে ওষুধ খাওয়া লাগবে।
- দেশী ওষুধের থেকে বিদেশী ওষুধ বেশী ভাল কাজ করবে।
- অন্যদের শরীরে যেহেতু এই ওষুধ কাজ করেছে সুতরাং আমারও একই ওষুধ খাওয়া উচিত।
- যেকোন ওষুধ খেলেই শুধু ঘুম আসবে।
- দিনের থেকে রাতে ওষুধ খেলে তা বেশী ভাল কাজ করে।
- রোগ ভাল না হলেই এন্টিবায়োটিক খেতে হবে।
- এক বেলা ওষুধ খেতে ভুলে গিয়েছি পরের বেলায় ডাবল খেয়ে নিবো।